গ্রামীণ টাইমস: কোনোরকম উপসর্গ ছাড়াই নারায়ণগঞ্জে র্যাবের ৫৫ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে। র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার সোমবার (৪ মে) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ রেড জোন ঘোষণা করার পর থেকে জনসচেতনতা সৃষ্টিতে অন্যান্য বাহিনীর সাথে র্যাব সদস্যরা কাজ করছেন। ইতোমধ্যে র্যাবের ৫৫ জন সদস্যর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তবে তাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না। আক্রান্তদের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সদর দপ্তরের ৪ তলার ১৪০ শয্যা এবং কালিবাজারে ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির ২০ শয্যার আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, র্যাব সদস্যরা করোনা আক্রান্ত এলাকায় টহল দিচ্ছে। সাথে সাথে ত্রাণ সহায়তাসহ মানুষকে সচেতনতা সৃষ্টির জন্য মাঠে কাজ কাজ করছেন। যেহেতু তারা মানুষের খুব কাছে থেকে বিভিন্ন কাজ করছেন সেজন্য র্যাব সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়।
–এমএসআইএস