গ্রামীণ টাইমস: চট্টগ্রাম জেলায় নতুন করে আরো ৪৯ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। দুটি ল্যাব কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়। এর একটি চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি এবং অপরটি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)।
বিষয়টি নিশ্চিত করে রোববার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, বিআইটিআইডিতে ২১৭টি নমুনা পরীক্ষা করে মোট ২২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
তিনি বলেন, ২২ জনের মধ্যে চট্টগ্রামের ১৪ এবং নোয়াখালী জেলার আটজন আছেন।
অন্যদিকে সিভাসু ল্যাবে শনিবার ৯৭টি নমুনা পরীক্ষা করলে ২৭ জনের করোনা ধরা পজেটিভ আসে। জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভাসু ও বিআইটিআইডি মিলিয়ে রোববার ঘোষিত নমুনার পরীক্ষার ফলে চট্টগ্রাম জেলায় মোট ৪৯ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, চট্টগ্রামের রোববার রাত পর্যন্ত ২৬৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল।
–এমএসআইএস