গ্রামীণটাইমসঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন মজুমদার ডালিমের ব্যাক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস পাদুর্ভাবে কর্মহীন অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পাঠাননগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ২শতাধিক গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে ডালিম মজুমদারের অর্থায়নে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন মিন্টু, পাঠাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য আবদুল মোমিন, সাবেক সদস্য নুর হোসেন, যুবদল নেতা শহীদ,টিপু ও ছাত্রদল নেতা হুমায়ুন।