গ্রামীণটাইমসঃ
আজ১৮ মে, ফেনী -২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৫০ জন চতুর্থশ্রেণীর কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
আজ সোমবার সকালে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের মাধ্যমে এই উপহার বিতরনে উপস্থিত ছিলেন, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া, সময় টিভি রির্পোটার আতিয়ার সজল, , সহায় সভাপতি মঞ্জিলা মিমি, সহ-সভাপতি জুলহাস তালুকদার , হুমায়ুন পারভেজ,মামুন মিয়াজীসহ সহায়ের সদস্যবৃন্দ।