গ্রামীণ টাইমস: বরগুনার পাথরঘাটায় কিশোর গ্যাং খ্যাত ও পৌরসভার আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাবেক সভাপতি সৈকত হোসেনকে (২১) ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোস্টগার্ড।
গ্রেফতারকৃত সৈকত পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামের ইউনুছ আকনের ছেলে।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান বলেন, উপজেলার মুন্সিরহাট সংলগ্ন খালের পাড়ে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৮০ পিস ইয়াবাসহ সৈকত নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সহযোগী মো. আবদুল্লাহ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
–এমএসআইএস