গ্রামীণ টাইমস: স্বামীর অত্যাচার আর সহ্য করতে না পেরে ডিভোর্সের দাবি জানান স্ত্রী। আর তাতেই ক্ষেপে গিয়ে রান্নাঘরের ছুরি দিয়ে স্ত্রীর নাক কেটে দিলেন স্বামী।
ডেইলি মেইলের এক খবরে জানা যায়, চলতি বছর এপ্রিল মাসে এ ঘটনা ঘটে আফগানিস্তানের পোক্তিকা অঞ্চলে। ঘটনার প্রায় এক মাসের মাথায় পুলিশের হাতে গ্রেফতার হন অভিযুক্ত পাষণ্ড স্বামী। এরপরই পারিবারিক সহিংসতার কারণে স্ত্রীর নাক কাটার বিষয়টি প্রকাশ্যে চলে আসে।
ডেইলি মেইলে প্রকাশিত রিপোর্টে আরও জানা যায়, ওই দম্পতির একটি ১০ বছরের ছেলে রয়েছে। বর্তমান স্বামীর ঘর ছেড়ে আক্রান্ত স্ত্রী ছেলেকে নিয়ে ফিরে গেছেন তার বাবার বাড়িতে।
লকডাউনের ফলে পারিবারিক সহিংসতা বাড়ার কথা এই দুই মাসে বহুবার সামনে উঠে এসেছে। ফলে বাড়ছে অপরাধ প্রবণতাও।
–এমএসআইএস