গ্রামীণ টাইমস: বগুড়ার নন্দীগ্রামে করোনা পরিস্থিতিতে বিয়ের আয়োজন করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রামের বলরাম চন্দ্রের ছেলে হৃদয় চন্দ্রের বিবাহের আয়োজন করা হয়। ১৮ই মে রাতে ধুমধাম করে তার এ বিবাহের আয়োজন চলছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। করোনা পরিস্থিতিতে এ বিয়ের আয়োজন করায় সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাবু জানিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে বলরাম চন্দ্রের ছেলে হৃদয় চন্দ্রের বিবাহের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার জরিমানা করে।
–এমএসআইএস