গ্রামীণ টাইমস: কভিড লকডাউন ভাঙার দায়ে দেশের সেনা, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর প্রধানকে রাতারাতি সরিয়ে দিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
লকডাউন নিয়ে এমন কড়া অবস্থান নিতে আর কোনো রাষ্ট্রপ্রধানকে দেখা যায়নি। এই তিন প্রধানের ভূমিকায় তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ, তা বরখাস্তের সিদ্ধান্তের মধ্যেই পরিষ্কার। তিনি প্রকাশ্যে সে কথা জানিয়েছেনও।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর কথায়, ‘তিন বাহিনীর শীর্ষ কর্তার কাছ থেকে এই আচরণ কাঙ্ক্ষিত ছিল না। করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে তাঁরা তিনজনই দেশের জন্য বাজে উদাহরণ তৈরি করেছেন।’
এই করোনাসংকটের মধ্যে সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লকডাউন অগ্রাহ্য করে তাঁর ছেলের বিয়েতে বড় করে পার্টি দেন। দেশে যে সামাজিক সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ রয়েছে, সামরিক বাহিনীর প্রধান তা মাথায় রাখেননি। প্রধানমন্ত্রীর চটার কারণ এখানেই।
সূত্র : এই সময়।
-এমএসআইএস