গ্রামীণ টাইমস: জাতীয় সংসদ সচিবালয়ের আরো ২৬ কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত সেখানে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়াল ৬৯ জন।
সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক বলেন, সংক্রমিতদের সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। তারা বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সংসদের চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষা করানো হয়।
গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এরই অংশ হিসেবে সংসদে দায়িত্বরত প্রায় ৪০০ কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দেয়া হয়। গত ২ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়।
পরে ৮ জুন জানানো হয়, আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় ৪৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের অধিকাংশের শরীরেই তেমন কোনও উপসর্গ নেই।
-এমএসআইএস