গ্রামীণ টাইমস: দেশের শীর্ষস্থানীয় আরেক ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন হলেও শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে বলে তিনি নিজেই জানিয়েছেন।
গত ১৪ জুন বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, এখন অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। শারীরিক অবস্থা উন্নতির দিকে।
পরিবারে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে জানান বাবুল। বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য।
-এমএসআইএস