গ্রামীণটাইমসঃ ১৬ আগস্ট পূর্ব ঘোপাল একতা সংসদের উদ্যোগে সংসদের সামনে ঘোপালের কৃতি সন্তান ৩৯ বিসিএস ক্যাডার ডাঃ মোঃ মাইনুল হাসানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩৫ তম বিসিএস ক্যাডার প্রভাষক হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ মহসিন আলী, ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদগাজী কলেজের প্রভাষক লায়ন মোর্শেদ হোসেন, উপদেষ্টা মোকছোদ আহমেদ পাটোয়ারী, ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল মেম্বার, শেখ আনোয়ার করিম,পূর্ব ঘোপাল একতা সংসদের সভাপতি মোশাররফ হোসেন পাটোয়ারী, শুভাকাঙ্ক্ষী আবুল কালাম পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের কার্যকরী সদস্য জহিরুল ইসলাম শাকিল।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।