গ্রামীণ টাইমস: টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯শ ৫০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা ইয়াবা পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উখিয়া বালুখালি ৮ নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত মো. জলিলের ছেলে মজিবুর রহমান (১৯) এবং মৃত ওয়াদুল হোসেনের ছেলে মো. তৈয়ব (২১) কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
-এমএসআইএস