গ্রামীণ টাইমস: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ফেনীর দাগনভূঞা পৌরসভার নির্বাচনে জয়ী দুইজন কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- দাগনভূঞা পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন এই তথ্য নিশ্চিত করেন।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, জাকির হোসেন ও জিয়াউল হক জিয়া দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
-এমএসআইএস