গ্রামীণ টাইমস: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ আল মামুন (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
এ ঘটনায় বুধবার (২০ জানুয়ারি) রাতে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত মামুন রাজশাহীর পুঠিয়ার দিঘল কান্দি গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে সান্তাহার জংশন স্টেশনে খামখেয়ালিভাবে ওই কলেজছাত্র রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পরে নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
-এমএসআইএস