গ্রামীণ টাইমস: বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমকে দেখতে তার সিলেট লামা বাজারের বাসায় যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তিনি দেখা করতে যান বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান। এসময় তার সঙ্গে ছিলেন গোয়াইন সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।
মন্ত্রী ইমরান আহমদ অসুস্থ দিলদার হোসেন সেলিমের চিকিৎসার খোঁজ নেন। এসময় দিলদার হোসেনের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম মন্ত্রীকে চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী অসুস্থ দিলদার হোসেন সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন যাবত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
-এমএসআইএস