গ্রামীণ টাইমস: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে আজ মঙ্গলবার রাতে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। জলবায়ু ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার বিষয়ে তারা আলাপ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন গত ২০ জানুয়ারি দায়িত্ব নিয়েছে। বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বাংলাদেশের সঙ্গে এটিই প্রথম যোগাযোগ। পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছেন, জলবায়ুর মতো বিষয় বাইডেন প্রশাসনেরর অগ্রাধিকার তালিকায় থাকায় বাংলাদেশ এ থেকে লাভবান হবে। তাছাড়া জলবায়ু ইস্যুতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।
-এমএসআইএস