গ্রামীণ টাইমস: পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার বহুল আলোচিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।
সোমবার মাঝরাতে শেষ হয়েছে প্রার্থীদের সকল প্রচার-প্রচারণা। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেনসহ ৭জন মেয়র প্রার্থী অংশ নিচ্ছেন।
এবারের সিটি নির্বাচনে ৪১টি ওয়ার্ডে ১শ ৭২জন পুরুষ এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৫৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।
চসিক নির্বাচনে এবার সব কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে সোমবার সকল কেন্দ্রে মক ভোট হয়েছে। সার্বিক নিরাপত্তায় নগরীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
-এমএসআইএস