গ্রামীণ টাইমস: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক কিশোরকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় নগরীর পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, ওই কিশোর অস্ত্র বিক্রির জন্য নগরীতে এসেছিল।
আটককৃত ওই কিশোরের নাম মো. সুকচান (২০)। তিনি নগরীর উপকণ্ঠ ডাশমারি এলাকার নদী তীরবর্তী কোরিডোর মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, একটি ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর কম্পানি কমান্ডার মাইনুল ইসলাম জানান, অস্ত্র বিক্রির জন্য নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় রাত সাড়ে ৭টার দিকে সুকচার ঘুরাঘুরি করছিলো। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যেতে থাকে। র্যাব তার পিছু নেয় ও তাকে ধরে ফেলে। এসময় তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি পাইপগানসহ ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় জিজ্ঞাসবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
-এমএসআইএস