গ্রামীণ টাইমস: গত বুধবার করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ জন ফ্রন্টলাইনার। টিকা নেয়ার পর সবাই নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করেছেন। কয়েকজনের সাথে কথা বলে জানা যায় কারো কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই, সুস্থ আছেন সবাই।
কিশোরগঞ্জের সন্তান দিদারুল ইসলাম। পুলিশ বাহিনীতে ট্রাফিক সার্জেন্ট হিসেবে যোগ দেন ২০১৭ সালে। ২৭ জানুয়ারি যে ৫ জন ফ্রন্টলাইনার প্রধানমন্ত্রীর সামনে করোনার টিকা নেন, তাদেরই একজন দিদারুল। টিকা নেয়ার টর পর পরই যোগ দেন কর্মস্থলে। জানালেন, পরের অভিজ্ঞতার কথা।
সম্মুখসারির যোদ্ধা হিসেবে একই দিন টিকা নেন দ্যা ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ আল মাসুম মোল্লা। টিকা নিয়ে পর্যবেক্ষণে থাকার পরই যোগ দিয়ে কর্মস্থলে। পেশাগত দায়িত্ব পালনে এখন আছেন নোয়াখালীর ভাসানচরে।
কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেনও টিকা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। টেলিফোনে তিনি জানালেন, সুস্থ আছেন, নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে জেলায় জেলায় টিকা পৌঁছে দেয়ার কাজ চলছে।
পর্যায়ক্রমে দেশের প্রায় সবাইকে টিকা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা সরকারের। সবাইকে টিকা কর্মসূচির আওতায় আনা নাহলে এর সুফল মিলবে না বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর।
-এমএসআইএস