গ্রামীণ টাইমস: দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্রে আরও দুটি রিং বসানো হয়েছে। কলকাতায় প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এর আগে গাঙ্গুলীর ইকো কার্ডিওগ্রাম, ইসিজিসহ রক্তের বেশ কিছু পরীক্ষা সম্পন্ন হয়। রিপোর্টে উদ্বেগজনক কিছু ছিল না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ মুহুর্তে প্রিন্স অব ক্যালকাটার অবস্থা স্থিতিশীল রয়েছে। খুলে ফেলা হয়েছে অক্সিজেন মাস্ক।
এ মাসের শুরুর দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথম দফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী।
-এমএসআইএস