গ্রামীণ টাইমস:
আল্লাহর ভয়ে ভীত হও
ইরশাদ হয়েছে, ‘(তারাই কল্যাণের পথে অগ্রগামী) যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত।’
(সুরা : মুমিনুন, আয়াত : ৫৭)
আল্লাহ সাধ্যাতীত কোনো দায়িত্ব দেননি
ইরশাদ হয়েছে, ‘আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না।…’
(সুরা : মুমিনুন, আয়াত : ৬২)
কোরআনের বাণী উপেক্ষা কোরো না
ইরশাদ হয়েছে, ‘আমার আয়াত তোমাদের কাছে তিলাওয়াত করা হতো, কিন্তু তোমরা পেছন থেকে সরে পড়তে।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৬৬)
জেনেও না জানার ভান কোরো না
ইরশাদ হয়েছে, ‘নাকি তারা (বিপথগামীরা) তাদের রাসুলকে চেনে না বলে তাকে অস্বীকার করে?’ (সুরা : মুমিনুন, আয়াত : ৬৯)
দ্বিনের ব্যাপারে কানকথা শুনো না
ইরশাদ হয়েছে, ‘সত্য যদি তাদের কামনা-বাসনার অনুগামী হতো, তাহলে বিশৃঙ্খল হয়ে পড়ত আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের মধ্যবর্তী সব কিছু; বরং আমি তাদের দিয়েছি উপদেশ কিন্তু তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৭১)
-এমএসআইএস