গ্রামীণ টাইমস: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ করোনার ভ্যাকসিন সুষ্ঠুভাবে দিতে আগে থেকেই একটি টাস্কফোর্স গঠন করেছে। আজ (রবিবার) দ্বিতীয় দফায় এক হাজার লোককে করোনা টিকা দেওয়া হবে।
শনিবার এ বিষয়ে কথা হয় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে।
বিএসএমএমইউ-এর উপাচার্য জানান, তিনি ২৮ জানুয়ারি করোনা টিকা নিয়েছেন। তার কোনো সমস্যা হয়নি, তিনি ভালো আছেন। রোববার সকালে বিএসএমএমইউ দ্বিতীয় দফায় করোনা টিকা প্রয়োগের সময় তিনি উপস্থিত থাকবেন বলে জানান।
উপাচার্য বলেন, এক হাজার লোকের মাঝে টিকা প্রয়োগে আমাদের টার্গেট আছে। এটা কমও হতে পারে, আবার বাড়তেও পারে।
করোনা টিকা সুষ্ঠুভাবে বিতরণের জন্য বিএসএমএমইউ একটি ট্রাস্কফোর্স গঠন করেছে। প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক রফিকুল আলমকে প্রধান করে আট সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। কমিটিতে আছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন।
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনার ভ্যাকসিন দেওয়ার স্থান হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো দিকে কনভেনশন সেন্টারের গ্রাউন্ড ফ্লোর। সেখানে সরকারি নিয়ম অনুযায়ী জনসাধারণকে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
-এমএসআইএস