গ্রামীণ টাইমস: মাস দুয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হওয়ার পর বেশ আনন্দ নিয়েই মেসির সঙ্গে মাঠে দেখা হওয়ার কথা জানিয়েছিলেন নেইমার জুনিয়র। পুরনো বন্ধুর বিপক্ষে খেলার চেয়ে দেখা হওয়ার আনন্দই সেখানে মুখ্য ছিল। তবে সে আনন্দে এবার গুড়েবালি। ফের ইনজুরিতে পড়েছেন নেইমার। ফলে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।
বুধবার ফ্রেঞ্চ লিগে কোপা ডি ফ্রান্স কাপের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। কীনের বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে জিতেছে দলটি। এ ম্যাচের ৬৪ মিনিটে ইনজুরিতে পরেন নেইমার।
নেইমারের ইনজুরি নিঃসন্দেহে পিএসজির জন্য বড় দুঃসংবাদ। কিছুদিন পরই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে নামবে তারা।
বার্সা পিএসজি দ্বৈরথের চেয়েও বেশি আকর্ষণের বিষয় ছিল এই ম্যাচেই মুখোমুখি হতেন নেইমার এবং মেসি। কিন্তু ম্যাচের মাত্র কয়েকদিন বাকি থাকতে নেইমার ইনজুরিতে পড়ায় এই দুজনের মুখোমুখি হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এই ফরোয়ার্ডের না খেলার সম্ভাবনাই এখন বেশি।
-এমএসআইএস