গ্রামীণ টাইমস: রংপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফায়ার সার্ভিসের কর্মীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার খালাসপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাইসাইকেল আরোহী তোফাজ্জল হোসেন (৬৫) ও মোটরসাইকেল চালক আসাদুজ্জামান (৩৫)। দুজনের বাড়ি পীরগঞ্জ উপজেলার খালসিপীর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য মতে, দিনাজপুর জেলার নবাবগঞ্জ ফায়ার সার্ভিসে কর্মরত আসাদুজ্জামান মোটরসাইকেল যোগে খালাসপীর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বাইসাইকেলে আসা তোফাজ্জল হোসেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
-এমএসআইএস