গ্রামীণ টাইমস: দিনাজপুরের হিলিতে শেয়াল-কুকুরের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারিতে) দুপুরে হিলি সাতনি চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- গাইবান্ধা জেলা সদরের পূর্ব কোমরনই গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে সাইদার (৩২) ও একই গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে সবুজ (৩৫)।
স্থানীয়রা জানান, দুপুরে একটি কুকুর একটি শেয়ালকে ধাওয়া করে। শেয়ালটি ধাওয়া খেয়ে রাস্তায় উঠে পড়ে। একই সময় মোটরসাইকেলে করে ওই দুজন গাইবান্ধা থেকে হিলির দিকে যাচ্ছিলেন। সাতনি চারমাথা এলাকায় শেয়াল ও কুকুরটি একযোগে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে আরোহীরা মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাকিমপুর (হিলি) হাসপাতালে ভর্তি করে।
হাকিমপুর হাসপাতালের কর্মরত মেডিক্যাল অফিসার ডা. গাদ্দাফি বলেন, ‘একজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
-এমএসআইএস