গ্রামীণ টাইমস: তিন মাস আগে অটোরিকশার চালক সাইফুলের সঙ্গে বিয়ে হয় মনি বেগমের। রোববার ভোরে কলেজ রোডে আগুন লেগে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ওই বাড়ির দোতলায় ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী ঘর থেকে বের হতে পারেননি।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আগুনে পুড়ে অটোরিকশার চালক ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকায় রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম ও মনি বেগম স্থানীয় নলবুনিয়া গ্রামের বাসিন্দা।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আবদুল লতিফ জানান, তিন মাস আগে অটোচালক সাইফুল ও মনির বিয়ে হয়। রোববার ভোর ৫টার দিকে কলেজ রোডে আগুনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ওই বাড়ির দোতলায় ঘুমিয়ে থাকা দম্পতি ঘর থেকে বের হতে পারেননি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
-এমএসআইএস