গ্রামীণ টাইমস: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির কিরকুক ও মসুল প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৪ সালে ইরাকের মসুল, সালাদিন ও আনোয়ার প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আইএস। এছাড়া ডিয়ালা ও কিরকুক প্রদেশের কিছু অংশও সেই সময় দখলে নেয় জঙ্গি সংগঠনটি। ২০১৯ সালের ৯ ডিসেম্বর তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি দেশটিকে আইএস মুক্ত বলে ঘোষণা দেন।
উল্লেখ্য, দীর্ঘ তিন বছর পর সম্প্রতি আবারও বেশ কয়েকটি হামলা চালিয়ে জঙ্গি সংগঠনটি তাদের অস্তিত্বের জানান দিলে নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করে ইরাকের নিরাপত্তা বাহিনী।
সূত্র : আনাদোলু এজেন্সি
-এমএসআইএস