গ্রামীণ টাইমস: অনেক দিন ধরেই গুঞ্জন, বলিউডে পা রাখবেন আমির খান পুত্র জুনায়েদ খান। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুটিং ফ্লোরে নামলেন জুনায়েদ। বলিউডে তার অভিষেক সিনেমার নাম হল ‘মহারাজা’।
বলিউড হাঙ্গামা বলছে, গত একমাস আগে মুম্বাইয়ের মেরলের বিজয় নগরে একটি বিশাল সেট নির্মিত হয়েছিল, যেখানেই মূলত ছবিটির শুটিং শুরু হলো।
সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজা’ ছবিটির কাহিনী মূলত ১৮৬২ সালের ঘটে যাওয়া ‘ মহারাজ লিবেল কেস’ এর ঘটনা থেকে অনুপ্রাণিত। যেখানে একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে নিজের শিষ্যাদের ধর্ষণ করার অভিযোগ ওঠে। মূলত সেই কাহিনীকে কেন্দ্র করেই আসন্ন এই ছবিটি নির্মিত হচ্ছে।
ছবিতে সাংবাদিক ও সমাজকর্মী করসনদাস মুলজির ভূমিকাতে দেখা যাবে জুনায়েদকে। তার বিপরীতে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ অভিনেত্রী শালিনী পান্ডেকে। এছাড়াও ছবিতে অন্যতম ভূমিকায় থাকবেন ‘পাতাললোক’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত। যিনি ধর্মগুরুর চরিত্রে অভিনয় করবেন।
এখন দেখার বিষয়ে, বাবার মত জুনায়েদও নিজেকে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে বলিউডে জায়গা করে নিতে পারে কিনা!
-এমএসআইএস