গ্রামীণ টাইমস: রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি স-মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১ টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তর বাড্ডা সাতারকুল জিএম বাড়ি রোড এলাকায় একটি কাঠের স-মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
-এমএসআইএস